কলকাতা: কালনা, ক্যানিংয়ের পুনরাবৃত্তি এবার খাস কলকাতায়! মেলা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! বছর ১৪-র এই কিশোরীর বাড়ি এন্টালির মোতিঝিলে। তার পরিবারের লোকেদের দাবি, বুধবার বিকেলে বান্ধবীর সঙ্গে শীল লেনে সে মেলা দেখতে গিয়েছিল। সেখান থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়। অভিযোগ, মেলা থেকে কিশোরীকে তপসিয়া থানা এলাকার একটি নির্মীয়মাণ ফ্ল্যাটে নিয়ে যায় দুষ্কৃতীরা। হাত-পা-মুখ বেঁধে চলে রাতভর নির্যাতন!
বৃহস্পতিবার দুপুরে কোনওমতে বাড়ি ফেরে এই নাবালিকা। পরিজনদের কাছে খুলে বলে সব কিছু। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। নির্যাতিত কিশোরীর পাশাপাশি, তার সঙ্গে মেলায় যাওয়া বান্ধবীরও বয়ান নিয়েছেন তদন্তকারীরা।
গত মাসে, ঠিক এভাবেই ব্রেবোর্ন রোড থেকে ফুটপাথবাসী, ১২ বছরের এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। ওলার গাড়িতে রাতভর শহর ঘুরে নির্যাতন চালানো হয়েছিল তার ওপর। এরপর পার্ক সার্কাস উড়ালপুলে গাড়ি এনে, শ্বাসরোধ করে খুন করা হয় কিশোরীকে! তপসিয়ার আম্বেদকর সেতুর নীচে খালে ফেলে দেওয়া হয় কিশোরীর দেহ! ধরা পড়ে ওলার অভিযুক্ত দুই চালক। সেই তপসিয়াতেই এবার ফ্ল্যাটে আটকে রেখে নাবালিকাকে রাতভর গণধর্ষণের অভিযোগ! সত্যজিত বৈদ্য, এবিপি আনন্দ।
কলকাতায় ফের ‘গণধর্ষণ’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Sep 2016 11:12 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -