কলকাতা: খাস কলকাতায় ফুটপাথবাসী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর খুনের অভিযোগ। গ্রেফতার দুই ওলা চালক।

১২ বছরের ওই কিশোরী ব্রেবোর্ন রোডের ফুটপাথে মায়ের সঙ্গে থাকত। অভিযোগ, হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে আজ ভোর পাঁচটা নাগাদ ১২ বছরের ওই কিশোরীকে ওলায় তুলে নেওয়া হয়। ওয়াটগঞ্জ থানা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করার পরে শ্বাসরোধ করে খুন করা হয় ওই কিশোরীকে। এরপর দেহ তপসিয়া খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়। গ্রেফতার হয় দুই ওলা চালক। ধৃতদের নিয়ে গিয়ে তপসিয়া খাল থেকে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ।