ফের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব। এবার রাজাবাজারে তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিস ভাঙচুর। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের কথা পুলিশকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। এই অভিযোগ তুলে এবার থানায় বিক্ষোভ শাসক দলেরই।
কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদের অভিযোগ, বেলা ১২টা নাগাদ, ওয়ার্ড অফিসে চড়াও হয় স্থানীয় দুষ্কৃতী পাপ্পু লোকেরা। ওয়ার্ড অফিসে ভাঙচুর চালানো হয়। বাধা দিলে কয়েকজন কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে অনুগামীদের নিয়ে নারকেলডাঙা থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদ। তাঁর অভিযোগ, পুলিশের প্রশ্রয়ে এলাকায় গুন্ডারাজ চলছে। বেআইনি পার্কিং থেকে তোলাবাজি, সবকিছুতেই পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ শাসক দলের কাউন্সিলর।
এই ঘটনায় নারকেলডাঙা থানায় অভিযোগও দায়ের হয়েছে। কিন্তু, অনেকেই বলছেন, শাসক দল পুলিশের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ করছে! এতো অবাক করা কথা! কারণ, গত চার বছর ধরে তো এই অভিযোগই বারবার জানিয়ে এসেছে বিরোধীরা! তখন তো শাসকের গলায় অন্যসুর শোনা যেত! এখন সেই তারাই কেন পুলিশের বিরুদ্ধে সরব? বিরোধীদের দাবি, গত চার বছরে তৃণমূলের সৌজন্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে, যে এখন তৃণমূলও আর দুষ্কৃতীদের ওপর লাগাম টানতে পারছে না, তাই এখন নিজেরা বেকায়দায় পড়ে পুলিশ-দুষ্কৃতী যোগসাজোশের অভিযোগে সরব হচ্ছে।