কলকাতা: আবেশ দাশগুপ্তর রহস্যমৃত্যুর ঘটনায় ডিসি ডিডি টুয়ের নেতত্বে বিশেষ তদন্তকারী দল গড়ল লালবাজার। আজ ঘটনাস্থল অর্থাৎ বালিগঞ্জের বহুতলে যান তদন্তকারী দলের সদস্যরা। আবেশের মা রিমঝিম দাশগুপ্তকেও আজ লালবাজারে ডেকে বয়ান রেকর্ড করা হয়।


 

অনেকগুলো টুকরো টুকরো ঘটনা। কিন্তু, সেগুলিকে একে অপরের সঙ্গে জুড়তে গিয়ে দেখা যাচ্ছে, কয়েকটি টুকরো এখনও নিখোঁজ। বালিগঞ্জে কিশোরের রহস্যমৃত্যুতে সেই মিসিং লিঙ্কগুলোই খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

সোমবার আবেশের মা রিমঝিম দাশগুপ্তকে লালবাজারে ডেকে পাঠানো হয়। সেখানে যাওয়ার আগে তিনি জানান, ছেলের দেহ দেখার পর থেকে শরীর আর চলছে না। কিন্তু, তাও ছেলের মুখটার কথা ভেবে লালবাজারে যাচ্ছেন। তিনি বলেন, পুলিশের ওপর ভরসা আছে।  লালবাজারে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার এবং গোয়েন্দা প্রধান বিশাল গর্গের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সেখানে তাঁর বয়ানও রেকর্ড করা হয়। আবেশের রহস্যমৃত্যুর তদন্তে ডিসি ডিডি টু-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে। খুনের মামলা হিসাবে ধরেই এখনও পর্যন্ত তদন্ত এগোচ্ছে পুলিশ। আবেশের মা লালবাজার থেকে বেরনোর সময় জানান, পুলিশ কমিশনার বলেছেন, খুনের মামলার তদন্তই চলছে।

 

 

এদিনই ঘটনাস্থল অর্থাৎ বালিগঞ্জের বহুতলের বেসমেন্টে যান বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। জায়গাটি ঘুরে পরীক্ষানিরীক্ষা করেন। পুলিশ সূত্রে খবর, পারিপার্শ্বিক সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু, এখনও পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ।