কলকাতা:  আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ৷ আজই বিভিন্ন জায়গায় রয়েছে কুমারী পুজোও৷ উত্সবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি৷ রঙে রঙিন পথঘাট৷ আলোমাখা লাখো মুখ৷ উত্সবের উচ্ছ্বাস৷


বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মণ্ডপে মণ্ডপে বাড়বে কালো মাথার ভিড়৷ সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া৷ মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবের সুরে ভাসতে প্রস্তুত তিলোত্তমা৷

আচার ও প্রথা মেনেই বেলুড় মঠের কুমারী পুজোর প্রস্তুতি চলছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজো। বেলুড়ে প্রথম কুমারী পুজো চালু করেছিলেন স্বামী বিবেকানন্দ৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ, বলয় ও বস্ত্রাদি সহযোগে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ কুমারী পুজো উপলক্ষ্যে বহু ভক্ত ভিড় করেছেন মঠে। কুমারী পুজোর পাশাপাশি ভোগেরও আয়োজন করেছে মঠ কর্তৃপক্ষ।