কলকাতা: মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে আজ বাঙালীর ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে৷ পুজো হচ্ছে স্কুল কলেজগুলিতেও। ভোরের আলো ফুটতেই শাঁখ, উলুধ্বনি আর কাঁসর-ঘণ্টার শব্দে মুখর চারদিক৷ চলছে খুদে পড়ুয়ার হাতেখড়ি৷
সরস্বতী কলাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত৷ চলছে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ। সব মিলিয়ে রাজ্যজুড়ে উত্সবের আমেজ।
তবে উত্সবের জেরে অগ্নিমূল্য বাজার। চড়া দামে বিক্রি হচ্ছে আপেল, বেদানা থেকে শুরু করে পেয়ারা, কুল ও অন্যান্য ফল। সবজি বাজারের ক্ষেত্রেও ছবিটা একই রকম।
এদিকে মধ্যবিত্তের সমস্যা বাড়িয়েছে মাছের দামও।
আজ সরস্বতী পুজো, অগ্নিমূল্য বাজার, চড়া দামে বিকোচ্ছে সবজি থেকে ফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jan 2018 07:36 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -