কলকাতা:  পৌষের শেষ দিনে একধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পারদ নেমেছে জেলাতেও। ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। জলপাইগুড়ি ৬ দশমিক ২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। মালদায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের দাপট। শ্রীনিকেতন ৭ দশমিক ৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। বর্ধমান ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ডহারবারে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে।


এদিকে উত্তর ভারতেও চলছে শীতের কাঁপুনি। রাজধানী দিল্লিতে আজকের তাপমাত্রা ছুঁয়েছে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তর ভারতের বেশ কিছু জায়গায় পারদ হিমাঙ্কের আশেপাশে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও পড়বে উত্তর ভারতে, বইবে তীব্র শৈত্যপ্রবাহ।

শৈত্য প্রবাহের দাপটে গত পাঁচ বছরে সবচেয়ে শীতলতম জানুয়ারি উপভোগ করছে কাশ্মীর ও শ্রীনগর। ঠাণ্ডার দাপটে জমে গেছে ডাল লেক।

রাজস্থানেরও অবস্থা এক। ঠাণ্ডায় কাঁপছে মরুশহর। রাজস্থানের শিকারে তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের এক ডিগ্রি নীচে। চুরু, মাউন্ট আবুর অবস্থাও এক।

এদিকে ঠাণ্ডার সঙ্গে দৃশ্যমানতাও কমে গেছে রাজধানী দিল্লিতে। তার জেরে দিল্লিমুখী ২৫টি ট্রেন দেরিতে চলছে, সময় বদল করা হয়েছে ৮টি ট্রেনের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহের কবলে পড়বে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশের কিছু এলাকা, বিধর্ব এবং ওড়িষ্যা বেশ কিছু অঞ্চল।