কলকাতা: সোমবার কলকাতা শহরের তাপমাত্রা ছিল মরুশহর জয়সলমীরের থেকেও বেশি! আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা বহাল রেখেছে আবহাওয়া দফতর।  তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানে।

দ্বিতীয় দফায়, সোমবার ছিল তিন জেলার ৩১টি আসনে ভোট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট ঘিরে উত্তেজনার পারদ যেমন চড়তে থাকে, তেমনি মাথার ওপর আগুন ঝরাতে থাকে সূর্য।

রবিবার থেকেই তাপপ্রবাহ চলছে কলকাতা সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায়।

 

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সেখানে, রাজস্থানের মরু শহর জয়সলমীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায়, ৪৫ দশমিক ২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।

 

একদিকে, তাপপ্রবাহ, অন্যদিকে লাফিয়ে বাড়ছে আর্দ্রতার সূচকও। সাঁড়াশিচাপে নাজেহাল রাজ্যবাসী।

আগামী ৪৮ ঘন্টাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা বার্তা বহাল রেখেছে আবহাওয়া দফতর।

অতি তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানে।

অন্যদিকে, খরা পরিস্থিতি দেখা দিয়েছে কর্নাটক, মহারাষ্ট্র-সহ দেশের একাধিক রাজ্যে। আবহবিদদের মতে, গত ৪০ বছরের এত ভয়াবহ খরা পরিস্থিতি হয়নি কর্নাটকে। পানীয় জলের সঙ্কট এতটাই তীব্র, যে পরিস্থিতি মোকাবিলায় মালগাড়িতে করে জল নিয়ে যেতে হচ্ছে এলাকায়।

তবে এবছর বর্ষাকালে ভালো বৃষ্টি হবে বলে আশা করছে কেন্দ্রীয় সরকার।  জুন মাসে খারিফ শস্য উত্পাদন বাড়ানোর আগাম পরিকল্পনা করে রাখার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।