১৫০ বছর পর! পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঙ্গে সুপারমুন, ব্লাড মুন, ব্লু মুনের বিরল মহাজাগতিক ঘটনা
Web Desk, ABP Ananda | 31 Jan 2018 05:57 PM (IST)
কলকাতা: মাঘি পূর্ণিমার সন্ধ্যায় বিরল মহাজাগতিক ঘটনা! ১৫০ বছর পর আবার!! একসঙ্গে সুপারমুন, ব্লাড মুন, ব্লু মুন এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বুধবারের কলকাতায় চাঁদ ওঠে বিকেল ৫টা ১৭ মিনিটে। গ্রহণ শুরু হয় ৫টা ১৮ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ লাগে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। সন্ধে ৭টা ৩৭মিনিট পর্যন্ত পূর্ণগ্রাসে ছিল চাঁদ। রাত ৮টা ৪১ মিনিটে গ্রহণমুক্ত হয় চাঁদ। পুরো ১ ঘণ্টা ১৬ মিনিটের জন্য আকাশ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল রুপোলি চাঁদ৷ শুধু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। আরও বিশেষত্ব ছিল মাঘি পূর্ণিমার। এদিনই একসঙ্গে দেখা গিয়েছে ব্লাড মুন, ব্লু মুন, সুপার মুন। অন্যদিনের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদ। শেষবার ব্লু মুনের গ্রহণ হয়েছিল ১৯৮২ সালের ৩০ ডিসেম্বর। দীর্ঘ ৩৬ বছর পর ব্লু মুনের পূর্ণগ্রাস গ্রহণের সাক্ষী হলেন কলকাতা সহ গোটা দেশের মানুষ৷ এরাজ্যের মতো উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দারাও গ্রহণের শুরু থেকে শেষ প্রায় পুরোটাই দেখতে পেয়েছেন। ভারত ছাড়াও গ্রহণ দেখা গিয়েছে এশিয়া, আমেরিকা, রাশিয়া-সহ উত্তর পূর্ব ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকে।