কলকাতা:  শহরে জোড়া পথ দুর্ঘটনা। মুকুন্দপুরের কাছে নয়াবাদে ডাম্পারের চাকায় পিষ্ট স্কুলছাত্র। প্রতিবাদে দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। ইএম বাইপাসে আবার বাস উল্টে কন্ডাক্টরের মৃত্যু। আহত কয়েকজন যাত্রী।


ঘণ্টা খানেকের ব্যবধানে কলকাতায় পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু। মুকুন্দপুরের কাছে নয়বাদে ডাম্পারের চাকায় পিষ্ট স্কুল ছাত্র। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। আবার বাঘাযতীন উড়ালপুল থেকে নিচে নামতে গিয়ে বাস উল্টে মৃত কনড্যাক্টর।
সকাল তখন সাতটা। আর পাঁচটা দিনের মতোই মায়ের সঙ্গে সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল বছর ছ’য়ের আকাশ বিশ্বাস। নয়াবাদের কাছে উল্টোদিক থেকে আসা মাটিবোঝাই ডাম্পারটি সাইকেলে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র। রাস্তায় পড়ে গেলে, ডাম্পারের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের। তার মায়ের কোনও আঘাত লাগেনি। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যান ডাম্পারচালক। অভিযোগ, এই এলাকায় পর্যাপ্ত পুলিশি প্রহরা থাকে না। এমনকি এদিন ঘটনার পর পুলিশ আসতে অনেক দেরী করেছে, এই দাবিতে দেহ আটকে বিক্ষোভও শুরু হয়।

বিক্ষোভ তুলতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয়রা পুলিশের হাতে দেহ তুলে দেন।

মুকুন্দুপুরের দুর্ঘটনার ঘণ্টা খানেক বাদে ফের কলকাতায় পথ দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ইএম বাইপাসের বাঘাযতীন উড়ালপুল। পুলিশ জানিয়েছে এই উড়ালপুল থেকে নিচে নামছিল গড়িয়া স্টেশন থেকে বেলুড়মঠ যাওয়ার বাস। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। কনড্যাক্টরের মৃত্যু হয়। কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। চালক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।