ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের গুরুত্ব বোঝে। তাই পশ্চিমবঙ্গে সিমলেস
পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি দায়বদ্ধতার কারণেই এই রাজ্যে
নেটওয়ার্কের ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়েছে এয়ারটেল। রাজ্যে ১০,০০০ নতুন মোবাইল সাইট তৈরির পরিকল্পনা
করা হয়েছে। এর ফলে রাজ্যজুড়ে মোবাইল সাইটের সংখ্যা ৩৫ শতাংশ বেড়ে হবে ৩৮,০০০।
পশ্চিমবঙ্গে মোবাইল সংযোগ উন্নততর করার লক্ষ্যে গত বছরই ৭,২০০ নেটওয়ার্ক সাইট তৈরি করে
এয়ারটেল। এর ফলে গ্রাহকরা লাভবান হবেন। রাজ্যজুড়ে ফোর জি পরিষেবারও উন্নতি হবে এবং বিভিন্ন জায়গায়
মোবাইল ফোনে ডেটা স্পিড বাড়বে।
২০১৭-র ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও এয়ারটেলের পরিষেবা চালু হয়েছে। রাজ্যের
৫১,০০০ গ্রাম ও শহরে এখন দুর্দান্ত সংযোগ দেখা যাচ্ছে। এয়ারটেলের নতুন ফাইবার অপটিক লাইন বসানো
হয়ে গেলে এই পরিষেবা আরও উন্নত হয়ে যাবে। ইতিমধ্যেই অতিরিক্ত ২,০০০ কিমি ফাইবার অপটিক লাইন
বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের ১৭,০০০ কিমি অঞ্চল জুড়ে এয়ারটেলের ফাইবার অপটিক লাইন
বসে যাচ্ছে। রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র ও জনবসতিপূর্ণ অঞ্চলগুলিতে যাতে সিমলেস পরিষেবা দেওয়া সম্ভব
হয়, তার জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। পরিষেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্ট করাই এয়ারটেলের লক্ষ্য।
এয়ারটেলের নতুন পরিষেবা চালু করার জন্য কলকাতাকেই সবচেয়ে পছন্দের শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এয়ারটেলের ফোর জি পরিষেবা প্রথমে চালু হয় কলকাতাতেই। এই ধারা বজায় রেখে এয়ারটেলের প্রি-ফাইভ জি
ম্যাসিভ মাল্টিপল-ইনপুট মাল্টিপল-আউটপুট প্রযুক্তিও কলকাতায় চালু করা হয়েছে। ফাইভ জি নেটওয়ার্ক চালু
করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে ডিজিট্যাল বিপ্লব ও উন্নত প্রযুক্তির বিশ্ব মানচিত্রে
যুক্ত হবে ভারত। কলকাতা থেকে সারা দেশে এই পরিষেবা ছড়িয়ে পড়বে।
একই স্পেকট্রাম ব্যবহার করে নেটওয়ার্কের ক্ষমতা ৫ থেকে ৭ গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে এয়ারটেল।
সেটা বাস্তবায়িত হলে এয়ারটেলের গ্রাহকরা সুপারফাস্ট সংযোগ পাবেন। কোনও একটি অঞ্চলে যতজন
গ্রাহকই থাকুন না কেন, সুপারফাস্ট ডেটা সংযোগ পাওয়া যাবে। তাই আর অপেক্ষা কীসের? ভারতের দ্রুততম
নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যান আর অতুলনীয় ইন্টারনেট স্পিড ও সিমলেস পরিষেবা
উপভোগ করুন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পশ্চিমবঙ্গে স্মার্টফোন ব্যবহার করছেন? এয়ারটেল ছাড়া অন্য কোনও নেটওয়ার্কের কথা ভাবতেই হবে না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2018 12:54 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -