ওই হস্তিশাবকের ওপর কুমীরের হামলার ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল হাতি একটি জলাভূমির কাছে যাওয়া মাত্রই একটা কুমীর হস্তীশাবকের শুঁড়ে কামড় বসাল। শুঁড় ঝেড়ে কুমীরটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে হস্তিশাবকটি। কিন্তু নাছোড় কুমীর আরও বেশি করে কামড়ে ধরেছে। এই অবস্থায় হাতির দলের এক পূর্ণবয়স্ক সদস্য এগিয়ে আসে। তারপর অন্যান্যরাও। বিপদ বুঝে প্রাণ বাঁচাতে শুঁড় ছেড়ে জলে ঝাঁপ দেয় কুমীরটি।
দেখুন সেই ভিডিও-