কলকাতা: ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ শহরে। এবার রণক্ষেত্রে আরজি কর হাসপাতাল চত্বর। হাসপাতালে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পুলিশের লাঠিচার্জ।
মৃতের নামে বিশ্বজিত্‍ মল্লিক। আত্মীয়দের দাবি, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে আজ বিকেলে বছর ২১-এর ওই যুবককে আনা হয় আর জি কর হাসপাতালে।



অভিযোগ, চিকিৎসা না করেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে, ফের আনা হয় হাসপাতালে। হাসপাতালে আসার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় বেলগাছিয়ার বাসিন্দা ওই যুবকের। পরিবারের অভিযোগ, এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে বাধা দেন চিকিত্সকরা, বাধা দেয় পুলিশও।

এরই মধ্যে হাসপাতালে ভিড় করেন মৃতের আরও আত্মীয়। শুরু হয় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। আহত হন কয়েকজন পুলিশকর্মী। লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় পুলিশ।