কলকাতা: শুক্রবারই অস্ত্র হাতে ঘোরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, তরোয়াল, তির-ধনুক, বল্লম এবং হামলা চালানো যায় এমন কোনও অস্ত্র নিয়ে কলকাতা ও শহরতলিতে ঘোরা নিষিদ্ধ। ২০১৮-র ২ জানুয়ারি থেকে ২০১৯-র পয়লা জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে নির্দেশিকা।

২৪ ঘণ্টার মধ্যেই তা নিয়ে রাজনীতির অভিযোগ তুলল বিজেপি। পুলিশের এই নির্দেশিকার বিরুদ্ধেই সরব রাজ্য বিজেপি। সভাপতি দিলীপ ঘোষের দাবি, ‘বিজেপি-র উত্থান রাজনৈতিকভাবে আটকাতে পারছে না তৃণমূল। পিছনের দরজা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। চারদিকে বোমা-বন্দুকের কারখানা, সেগুলো পুলিশ আটকাতে পারছে না।’

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের খোঁচা, ‘এত ভয় কীসের? অস্ত্র নিয়ে রাজনীতি কেন? সার্কাসে গিয়ে অস্ত্র দেখাক।’

এ বছর রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-কে আক্রমণ করে বলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল করলে আইন আইনের পথে চলবে। কয়েকটা বিজেপি নেতা, বাংলার কালচার জানে না, বাংলাকে ভালবাসে না, তরোয়াল নিয়ে নেমেছে। চমকাতে ধমকাতে। রাম তরোয়াল নিয়ে লড়াই করেছিল?’ পাল্টা দিলীপ বলেন, ‘রামচন্দ্রর হাতে অস্ত্র থাকত। এটা ঐতিহ্য। তাই অস্ত্র নিয়ে মিছিল হবেই।’ বছর শেষে পুলিশের অস্ত্র-বিজ্ঞপ্তি নিয়েও তুঙ্গে তরজা।