সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাতাসে এখনও হিমের পরশ। সকাল ও রাতে বেশ শীত শীত ভাব। লেপ মুড়ি দেওয়া শীতের আমেজ এখনও ফুরোয়নি।


বিদায়বেলায় ছোট্ট ইনিংস খেলছে শীত। গত কয়েকদিন ধরেই মনোরম শীতের আমেজ রাজ্যজুড়ে। উত্তুরে হাওয়ার দাপটে নেমেছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম।


এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, জানুয়ারির শেষ দিন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ থাকবে।


ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহেও ঠান্ডা ভাব বজায় থাকবে। অন্যদিকে, পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।


হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পরিষ্কার হবে আকাশ। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিন বিকেল থেকে মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। শনিবার মেঘলা আকাশের দরুন কিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ।


আবহাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। এদিকে শুক্রবার জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।