কলকাতা: বছর শেষে ফের নামল পারদ। হাওয়ায় হিমেল পরশ। ভোরের দিকে জবুথবু ঠান্ডা।
তাক থেকে নামানো হয়ে গেছে লেপ কম্বল। খেজুর রস, পাটালি, মোয়ার হাতছানি উপেক্ষা করা কঠিন।
রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। কয়েকটি জেলায় তৈরি হয়েছে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
আজ মরসুমের শীতলতম দিন। বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান, এই তিন জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া।
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পারদ ঊর্ধ্বমুখী হলেও স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
এই অবস্থা চললে এবছর শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পাবেন রাজ্যবাসী।