কলকাতা: ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালও পারদ কিছুটা উঠবে।


বৃহস্পতিবার রাত থেকে ফের আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা। উত্তুরে হাওয়ার দাপটে ওইদিন থেকে ফের পারদ নামবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে সপ্তাহের শেষে ফের জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা।


এর আগে, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। আর দক্ষিণবঙ্গের পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।


কলকাতাতেও কমেছিল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের প্রথম কাজের দিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।


রবিবার তা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পারদ পতনের গ্রাফ থেকে আভাস ছিল, ঠান্ডার কামড় ক্রমশ বাড়ছে। তবে, এ সপ্তাহে আবহাওয়ার খামখেয়ালিপনাও দেখা যাবে বলে পূর্বাভাসে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের।


সেই পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিন পারদ কিছুটা উঠতে পারে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা।


আবার এই সপ্তাহেই ফের ঘুরে দাঁড়াতে পারে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার দাপটে বৃহস্পতিবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।