ঝিলম করঞ্জাই, কলকাতা: আরও দুটি স্টেন্ট বসানোর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা এই মুহূর্তে সৌরভের 'পূর্ণাঙ্গ বিশ্রাম' নিশ্চিত করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে, স্টেন্ট বসানোর পর বিশ্রামই একজন রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে।
সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা। আজ, শুক্রবার প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল।
সকালে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার দুটি স্টেন্ট বসানোর পর রাতে কোনও সমস্যা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার সকালে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসক আফতাব খান, অশ্বিন মেহেতা সহ অন্যান্য বিশেষজ্ঞরা। সব প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকলেই এই দু'দিন পূর্ণাঙ্গ বিশ্রামের উপর জোর দিয়েছেন।
এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ প্রাক্তন ভারত অধিনায়ককে দেখতে হাসপাতালে যান জগদীপ ধনকড়। প্রায় ৪০ মিনিট হাসপাতালে ছিলেন রাজ্যপাল। বেরিয়ে জানান, একসঙ্গে চা খেয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে, রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে তাঁর স্বাভাবিক বলেই মনে হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ধনখড়। তিনি বললেন, ‘‘দাদাকে দেখে আমাদের স্বাভাবিক বলেই মনে হয়েছে। আগের থেকে অনেক ভাল আছে সৌরভ।’’ মহারাজকে দেখতে গিয়েও অবশ্য তিনি রাজনৈতিক আলোচনা এড়িয়ে গেলেন না। এদিন রাজ্যপাল বললেন,''রাজ্যপাল সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই কাজ করবে। মুখ্যমন্ত্রীকেও নিজের গণ্ডিতে থাকতে হবে। তিনিও নিজের পদের মর্যাদা লঙ্ঘন করবেন না বলেই আশা রাখব। ২০২১ সালে বাংলার ছবি বদলাতে হবে। এতদিন ধরে নির্বাচন এলেই বাংলার মানুষ দুশ্চিন্তায় ভুগত। ২০১৮, ২০১৯ সালে যে পরিমাণ হিংসা হয়েছে তা নিন্দনীয়। পুলিশ অধিকারীদের বিনীত অনুরোধ, আপনারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকুন।''