কলকাতা:  বুধবার মোদী সরকারের তৃতীয় বাজেট। এর আগে দু’বারের একবারও আয়করের উর্ধ্বসীমার ছাড়ে অচ্ছে দিনের দেখা পায়নি দেশবাসী। তৃতীয় বাজেটে অন্তত মোদী-জেটলিদের কাছ থেকে কিছুটা স্বস্তি চাইছে তারা।

  • সূত্রের খবর, নোট বাতিলের জেরে তৈরি হওয়া ক্ষতে মলম দিতে, আয়কর-প্রশ্নে কিছুটা সুরাহা দিতে পারে মোদী সরকার!


 

  • বুধবারের বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করতে পারেন অরুণ জেটলি।


 

  • জল্পনা জোরাল করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই-এর সমীক্ষা রিপোর্টও! সূত্রের খবর,

  • তাতে আশা প্রকাশ করা হয়েছে, বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে তিন লক্ষ টাকা করা হতে পারে।


 

৮০-সি ধারায়,

জীবনবিমার প্রিমিয়াম

পিএফের একটি অংশ

পিপিএফ

গৃহ ঋণের আসল

সন্তানের স্কুল ফি

ব্যাঙ্কে নির্দিষ্ট মেয়াদি আমানত

জাতীয় পেনশন প্রকল্প

মিউচুয়াল ফান্ডের ইএলএসএস-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে আয়কর ছাড় পাওয়া যায়।

এসবিআই-এর সমীক্ষা রিপোর্ট বলছে,

৮০সি ধারায় কর ছাড়ের ঊর্ধ্বসীমা দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে দু’লক্ষ টাকা।

গৃহঋণে সুদের ওপর কর ছাড় দুই লক্ষ টাকা থেকে বেড়ে তিন লক্ষ টাকা করা হতে পারে।

এর পাশাপাশি, ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে কর ছাড়ের ক্ষেত্রে লক-ইন পিরিয়ড পুরোপুরি তুলে দেওয়া হতে পারে।

সেটা না হলেও, লক-ইন পিরিয়ড পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করার সম্ভাবনা। সেক্ষেত্রে তিন বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেও কর ছাড় মিলবে।

এই রিপোর্ট তৈরির মূল দায়িত্বে যিনি ছিলেন, সেই এসবিআই-এর ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের মুখ্য আর্থিক উপদেষ্টা তথা জেনারেল ম্যানেজার, সৌম্যকান্তি ঘোষের অনুমান,

এই সব ছাড় দিতে হলে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে ৩৫ হাজার ৩০০ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যেও কর ছাড়ের ইঙ্গিত মিলেছিল।

এই পরিস্থিতিতে, বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ।

বুধবার বাজেট। শনিবার থেকেই শুরু একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কি করদাতাদের স্বস্তি দেবে মোদী সরকার?