কলকাতা:  স্ত্রী-র সেরিব্রাল অ্যাটাক। হাসপাতালে ভর্তি। সেখান থেকে ফোন পেয়েই ছুটে যাচ্ছিলেন স্বামী! কিন্তু অসুস্থ স্ত্রীর কাছে আর পৌঁছনো হল না তাঁর!

বছর আটষট্টির বিপ্লব কুমার কর কুঁদঘাটের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ বালিগঞ্জ স্টেশনে আসেন তিনি। সেইসময় ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছিল বিবাদী বাগ-শিয়ালদা লোকাল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান ওই বৃদ্ধ। এম আর বাঙ্গুর হাসপাতালে আনা হয় তাঁকে। দীর্ঘক্ষণ চিকিৎসা চলার পর সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় বৃদ্ধের।