কলকাতা: শহরের পথে পুলিশ সার্জেন্টের স্ত্রী-র শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় ট্রাফিক সার্জেন্টকে মারধরের অভিযোগ হেলমেটহীন বাইক আরোহীদের বিরুদ্ধে। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক।
শহরের বুকে বিভীষিকার মুখোমুখি খোদ পুলিশ অফিসার!! শুক্রবার রাতে স্ত্রীকে বাইকে চাপিয়ে কড়েয়া থেকে দমদমের বাড়িতে ফিরছিলেন ইস্ট ট্রাফিক গার্ডের এক সিনিয়র সার্জেন্ট। তাঁর দাবি, চিড়িয়া মোড় থেকে দমদমের দিকে যাওয়ার সময় দুই হেলমেটহীন বাইক আরোহী তাঁদের পিছু নেয়। অভিযোগ, কিছু দূর যেতেই ওই যুবকরা তাঁর স্ত্রীকে লক্ষ্য করে কটূক্তি, কুৎসিত অঙ্গভঙ্গি শুরু করে। বাইক থামিয়ে প্রতিবাদ করেন ট্রাফিক সার্জেন্ট।
সার্জেন্টের আরও দাবি, ২ যুবককে নিজের পরিচয় দেন তিনি। পাল্টা ওই যুবকরাও নিজেদের সিভিক ভলান্টিয়ার বলে দাবি করে। বিশৃঙ্খলা ঠেকানোর দায়িত্ব যাদের, তারাই এমন অভব্যতা করছে কেন?
এই প্রশ্ন করতেই স্বমূর্তি ধারণ করে ২ যুবক। অভিযোগ, ট্রাফিক সার্জেন্টকে জাপটে ধরে এক যুবক। আরেকজন তাঁর মুখে একের পর এক ঘুষি মারতে শুরু করে। চোখে, কপালে, হাতে চোট পান ওই পুলিশ অফিসার।
কোনওমতে ওই ট্রাফিক সার্জেন্ট কাশীপুর থানায় গিয়ে অভিযোগ জানান। এলাকাটি চিৎপুর থানার অন্তর্গত হলেও কাশীপুর থানার পুলিশই ঘটনাস্থলে গিয়ে এক যুবককে ধরে ফেলে। পালায় আরেক অভিযুক্ত। ঘটনায় শ্লীলতাহানি, মারধর-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ফেরার আরেক অভিযুক্তর খোঁজে রাস্তার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষর্শীদের বয়ান নথিবদ্ধ করছে পুলিশ।
শহরে ‘প্রহৃত’ পুলিশ