কলকাতা: সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের স্ত্রী উষা মিশ্রকে তলব করল রাজ্য দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার দুপুরে কলকাতার স্ট্র্যান্ড রোডে দুর্নীতি দমন শাখার অফিসের যান তিনি। দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

 

সূর্যকান্ত রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর স্ত্রীর স্বেচ্ছাসেবী সংগঠনের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠে। সেই ঘটনায় উষাকে তলব করল রাজ্য দুর্নীতি দমন শাখা। যদিও উষার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা কারণেই তাঁকে অযথা হেনস্থার করছে রাজ্য সরকার।

 

এর আগে আর্থিক বেনিয়মের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের বেলদা, দাঁতন, দিঘায় সূর্য-পত্নীর স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখেছিলেন রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। খতিয়ে দেখা হয়েছিল সংস্থার কোষাধ্যক্ষ কার্তিক আচার্যর স্যালারি অ্যাকাউন্টও।