বাগুইআটিতে একটি মেসে থাকেন পেশায় পানশালায় গায়িকা ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বাগুইআঁটি থেকে সল্টলেকে সেক্টর ফাইভে আসেন ওই তরুণী।
সেখানে ওই চার যুবক, তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। চলন্ত গাড়িতেই ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর, ভোর রাতে বিধাননগরের বৈশাখী মোড়ের কাছে ওই তরুণীকে ফেলে পালায় অভিযুক্তরা।
ওই তরুণীকে রাস্তায় পড়ে থাকতে দেখে ইলেকট্রিক কমপ্লক্সে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ওই তরুণীর অভিযোগে ভিত্তিতে গণধর্ষণের মামলার রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।