এক্সপ্লোর
Advertisement
কালো বলে খোঁটা শ্বশুরবাড়ির! বিয়ের দেড় মাসের মধ্যে বধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
কলকাতা: বিয়ের দেড়মাসের মধ্যে বাগুইআটির প্রফুল্ল কাননে গৃহবধূর রহস্যমৃত্যু। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ মৃতের পরিবারের। অভিযোগ, বিয়ের পর থেকে মেয়ের গায়ের রং নিয়েও খোঁটা দিতেন শ্বশুরবাড়ির সদস্যরা। লিখিত অভিযোগের ভিত্তিতে আটক স্বামী।
শোনা যায়, গায়ের রং চাপা বলে ঠাকুর পরিবারে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছিল কবিগুরুর বৌঠান কাদম্বরী দেবীকে! সেই সময় পেরিয়েছে।
কিন্তু, একবিংশ শতকে পৌঁছেও সেই বিড়ম্বনা-মুক্ত হতে পারেনি সমাজ। বাগুইআটির এক তরুণী গৃহবধূর মৃত্যু ঘিরে ফের উঠে এল এই অভিযোগ।
দেড়মাস আগের কথা। মধ্যমগ্রামের রিঙ্কু দাসের সঙ্গে বিয়ে হয় বাগুইআটির প্রফুল্ল কানন এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় পাত্রপক্ষের যাবতীয় দাবি মেটালেও শ্বশুরবাড়ির সদস্যদের মন পাননি রিঙ্কু। অভিযোগ, গায়ের রং কালো বলে নিত্য গঞ্জনার মুখে পড়তে হত তাঁকে।
রিঙ্কু দাসের বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, এদিন সকালে রিঙ্কুর শ্বশুরবাড়ি থেকে ফোন করে বলা হয়, শৌচাগারে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের। কিন্তু, ওই দাবি মানতে চাননি তরুণীর বাপের বাড়ির লোকজন। রিঙ্কুকে খুন করা হয়েছে বলে বাগুইআটি থানায় তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন।
বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে রিঙ্কুর স্বামী গোবিন্দ দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। রিঙ্কুর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
এই প্রথম নয়। শহর থেকে জেলা, সাম্প্রতিক অতীতে বারবার উঠেছে বধূ নির্যাতন ও হত্যার অভিযোগ।
৯ দিনের ব্যবধানে ৫ জেলার ৬ তরুণীর অস্বাভাবিক মৃত্যু! এঁরা কেউ কাউকে চিনতেন না। কিন্তু, মৃত্যু তাঁদের এক সারিতে এনে ফেলেছে। সবক্ষেত্রেই প্রকাশ্যে এসেছে পণপ্রথার অভিযোগ।
অন্ধকার মোছেনি আজও।
অভিযোগ, গায়ের রং কালো বলে আজও ঘরে ঘরে নিত্য গঞ্জনার মুখে পড়তে হচ্ছে কত শত রিঙ্কুদের...কবে দূর হবে সমাজের এই অন্ধকার? প্রশ্ন স্বজনহারাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement