কলকাতা:  পার্কস্ট্রিটের নাইট ক্লাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। মহিলাকে মাটিতে ফেলে মত্ত যুবকদের তাণ্ডব, মারধর স্বামীকেও। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের। এখনও অধরা অভিযুক্তরা।
ঘটনার সূত্রপাত রবিবার রাত ১টা নাগাদ। এক বন্ধুর সঙ্গে দেখা করতে, স্ত্রীকে নিয়ে একটি নাইট ক্লাবে যান এক ব্যক্তি। মহিলার অভিযোগ, তাঁদের দেখেই অভব্য আচরণ শুরু করে কয়েকজন যুবক। করা হয় মারধর, শ্লীলতাহানি। অভিযোগ, স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্বামীও। শেষপর্যন্ত নাইট ক্লাবের বাউন্সাররা এসে মহিলাকে উদ্ধার করেন। রাতেই অভিযোগ দায়ের হয় থানায়।
শেক্সপীয়র সরণি থানার পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা হয়েছে। আরও কয়েকজনের খোঁজ চলছে। শ্লীলতাহানি, একাধিক ব্যক্তির একসঙ্গে অপরাধ সংগঠিত করা ও মারধরের অভিযোগে রুজু হয়েছে মামলা।
পাশাপাশি, রাত ১ টার পরেও কী করে খোলা ছিল বার? কীভাবে সেখানে পানীয় বিক্রি হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পার্কস্ট্রিটের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, পার্কস্ট্রিটকাণ্ডের কথা, নাইটক্লাব থেকে ফেরার পথে সুজেট জর্ডনের মর্মান্তিক অভিজ্ঞতার কথা। এবার আবার সেই পার্ককস্ট্রিট! আবার সেই নাইটক্লাব!!