কলকাতা: সরকারের কড়া হুঁশিয়ারিকে উপেক্ষা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অমানবিকতার নজির। কাটা পা নিয়ে জেলা থেকে কলকাতা-- এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চক্কর কাটতে হল রোগী ও তাঁর আত্মীয়দের। ভর্তির জন্য মোটা টাকা চাওয়ার অভিযোগ সিএমআরআই-এর বিরুদ্ধে। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত এসএসকেএমে ভর্তি।

আজ সকাল ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে পথ দুর্ঘটনায় আহত হন বছর চল্লিশের সুনীল পাত্র। লরির ধাক্কায় কাটা পড়ে তাঁর বাঁ পা। কাটা পা নিয়ে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা সুনীলকে জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেফার করা হয় কলকাতায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ সুনীলকে আনা হয় সল্টলেকের হার্ট ক্লিনিকে। আত্মীয়দের অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর সেখানে জানিয়ে দেওয়া হয় অপারেশন করা সম্ভব নয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই-এ। আত্মীয়দের দাবি, হাসপাতালে বলা হয়, ভর্তির জন্য লাগবে ৫০ হাজার, পরের দিন লাগবে ২ লক্ষ টাকা। বাধ্য হয়ে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুনীলকে। কিন্তু সেখানেও বেড না মেলায় দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সের মধ্যে অপেক্ষা করতে হয়। করা হয় একের পর এক পরীক্ষা। শেষমেশ ১০ ঘণ্টা পর এসএসকেএমে ভর্তি হন সুনীল। দুর্ঘটনার পর এতক্ষণ কেটে যাওয়া কাটা পা জোড়া লাগবে কিনা তা নিয়ে সন্দেহে চিকিৎসকরা।