কলকাতা: তখন গভীর রাত। মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসনে হঠাতই হৈচৈ। পড়ুয়ারা বেরিয়ে এসে দেখেন এক যুবক বিল্ডিংয়ের চার তলায় দাপাদাপি করে বেড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রিন্সিপ্যালকে। তিনি খবর দেন বউবাজার থানায়। ঘটনার কথা শুনেই তড়িঘড়ি মেডিক্যাল কলেজের ছাত্রী আবাসনে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই যুবককে। আজ তাঁকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত তাঁর জেলা হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


জানা গিয়েছে, ওই যুবক মাদকাসক্ত ছিলেন। শুধু তাই নয়, ছাত্রী আবাসানের চার তলায় উঠে তিনি ‘হস্তমৈথুন’ করছিলেন বলেও অভিযোগ। গোটা ঘটনায় তদন্ত করছে বৌবাজার থানা। সূত্রের খবর, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে গোপন জবানবন্দি দেবেন এক ছাত্রী। প্রসঙ্গত, এই ঘটনায় প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।