মেটিয়াবুরুজে সাট্টা, জুয়ার বিরোধিতা, প্রতিবাদীকে কুপিয়ে খুন
ABP Ananda, web desk
Updated at:
30 Jul 2016 08:31 AM (IST)
কলকাতা: অন্যায়ের প্রতিবাদ করার মূল্য ফের প্রাণের দামে চোকালেন এক প্রতিবাদী। মেটিয়াবুরুজ এলাকায় সাট্টা ও জুয়ার ঠেকের বিরুদ্ধে মুখ খোলায় কুপিয়ে, পিটিয়ে খুন করা হল শেখ নজরুল ইসলাম নামে এক যুবককে। শুক্রবার রাত ১২.৩০টা নাগাদ মেটিয়াবুরুজের লিচুবাগান, বদরতলার বাসিন্দা নজরুলের ওপর ধারালো অস্ত্র, শাবল-রড নিয়ে ৫-৬ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম নজরুলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তরা সকলেই পলাতক। পুলিশ সূত্রে খবর, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় এর আগেও নজরুলকে হুমকি দেয় তারা। তাঁর বাড়িতে হামলাও চালানো হয়।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -