কলকাতা: গালওয়ান সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের ওপর চিনা ফৌজের আগ্রাসনের প্রতিবাদ, কলকাতায় জোম্যাটোর জামা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। বেহালায় চিনা সংস্থার ট্রেডমার্ক জামা পুড়িয়ে প্রতিবাদ করলেন জোম্যাটের ডেলিভারি বয়রা। বিক্ষোভকারীদের কথায়, “চিনা কোম্পানিগুলো আমাদের দেশ থেকেই মুনাফা করছে আবার আমাদেরই দেশের সেনার ওপর হামলা করছে। ওরা আমাদের দেশের জমি দখল করতে চাইছে। এই আগ্রাসন কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” এই প্রতিবাদের কারণে চাকরি চলে গেলেও নিজেদের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নন বিক্ষোভকারীরা।
১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে দেশের সেনা জওয়ানের ওপর হামলা চালায় লাল ফৌজ। ওই ঘটনায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। সীমান্তে দেশের সন্তানদের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফুঁসছে ভারত। কেন্দ্রের তরফে একদিকে যেমন চিনাদের বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্যদিকে তাদের ওপর চাপ বাড়াতে অর্থনৈতিক বয়কটের পথও বেছে নেওয়া হয়েছে। দেশে ধুম লেগেছে চিনা পণ্য বয়কটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশবাসীর কাছে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর বার্তা দিয়ে চলেছেন অনবরত।
এমনই উত্তপ্ত আবহে চিনা সংস্থার বিরুদ্ধে গর্জে উঠছে দেশের মানুষ। মে মাসে ভারতে তাদের কর্মী কমিয়েছে জোম্যাটো। করোনা পরিস্থিতিতে ৫২০ জন জোম্যাটো কর্মী চাকরি হারা হয়েছেন।
গত বছর চিনা সংস্থা আলিবাবা জোম্যাটো-তে ২১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। এই ফুড ডেলিভারি সংস্থার ১৪.৭ শতাংশ মালিকানা নিজের দখলে করে আলিবাবা। তবে করোনাভাইরাসের প্রকোপ এবং সীমান্তে ভারত-চিন সীমান্ত সংঘর্ষের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল হবে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।