নয়াদিল্লি:অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। ‘স্টেশন, জাতীয় সড়ক-সহ সরকারি দফতরে বাড়তি নিরাপত্তা’ আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিদের কাছে কেন্দ্রের বার্তা পৌঁছানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে সতর্কবার্তা।


অগ্নিপথ বিরোধিতায় ছাত্র সংগঠনের ডাকা ভারত বন্‍‍ধে অশান্ত বিহারের জেহানাবাদ। বাস-ট্রাকে আগুন, পাথরবৃষ্টি। অগ্নিগর্ভ তারেগানা, গাড়িতে আগুন, স্টেশনে বিক্ষোভ।জেহানাবাদ, পাটনা, মুঙ্গেরের পরিস্থিতিও অগ্নিগর্ভ। রোহতাসের বিক্রমগঞ্জ ও নৌখায় আগুন, বিক্রমগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। আহত এক পুলিশ কর্মী। নৌখায় সরকারি গাড়িতে পাথরবৃষ্টি।


১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ: পরিস্থিতি সামাল দিতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সহর্ষ এলাকায় বন‍্‍ধের জেরে রাস্তাঘাট শুনশান। সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অশান্তির আশঙ্কায় দানাপুর স্টেশনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছে কিনা খতিয়ে দেখছে বিহার পুলিশ। 


১৩টি রাজ্যে হিংসা: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। উত্তরপ্রদেশের জৌনপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগানো হয় পুলিশের গাড়িতেও। শিকরারা থানা এলাকার লালাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। কুশীনগরের পডরোনা স্টেশনে রেল অবরোধ করে তারা। আটকে পড়ে গোমতীনগর-ছাপরা এক্সপ্রেস। দুর্ভোগে যাত্রীরা। বিক্ষোভ-অশান্তির জেরে উত্তরপ্রদেশের ৪ জেলায় ৬টি এফআইআর দায়ের হয়েছে। এ পর্যন্ত ২৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও: শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে অভিনব প্রতিবাদ। সকালে প্রায় আধঘণ্টা অবরোধ করে রেললাইনে ডন বৈঠক বিক্ষোভকারীরা। অবরোধের জেরে কিছুক্ষণ আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন।


অন্যদিকে পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস।