নিউ দিল্লি : জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে সুর চড়িয়েছে বিরোধীরা। এনিয়ে এবার কেন্দ্রের হয়ে মাঠে নামলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার তিনি জানান, এক বছরে করোনার ভ্যাকসিনের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। অত্যন্ত জরুরি অবস্থায় জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করে রাখা হচ্ছে।


যদিও কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, বর্তমানে জ্বালানির যে দাম রয়েছে তা মানুষের পক্ষে সমস্যাবহুল। তিনি সংবাদ সংস্থা ANI-কে বলেন, কেন্দ্র বা রাজ্য সরকার যারাই হোক, ভ্যাকসিনের জন্য এক বছরে ৩৫ হাজার কোটি টাকার বেশি ব্যবহার করা হচ্ছে। এরকম জরুরি অবস্থায় আমরা জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করছি। 


প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম অভিযোগ জানিয়েছেন, জ্বালানির দামের মাধ্যমে লাভ করছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের হয়ে সাফাই দিলেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


প্রসঙ্গত, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কারাইকুড়িতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে সামিল হন চিদম্বরম। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রুড ওয়েলের দাম অনুযায়ী পেট্রোলের দাম প্রতি লিটারে ৫৫ টাকার বেশি হওয়া উচিত নয়। 


বামেরাও একই ইস্যুতে সরব হয়েছে। পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ দিনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছে বামেরা।


প্রসঙ্গত, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৬.১২ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৬.৯৮ টাকা। একইভাবে মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০২.৩০ টাকা, অন্যদিকে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৩৯ টাকা প্রতি লিটারে।


পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা। এই ইস্যুতে ভারসাম্য রক্ষার পরামর্শ দিয়েছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।