দান্তেওয়ারা:বহু বছর বোনের সঙ্গে দেখা হয় না। তাই দেখা করতে এসেছিলেন। কিন্তু রাখিবন্ধনের দিনে অগ্রাহ্য করতে পারলেন বোনের আবেদন। তাই আর ফিরে যাওয়া হল না দলে। পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ছত্তিসগঢ়ের প্রথম সারির মাওবাদী নেতা মাল্লার। পুলিশ যার মাথার দাম ধার্য করেছিল ৮ লক্ষ টাকা।
দান্তেওয়ার পালনার গ্রামের বাসিন্দা মান্না ১২ বছর বয়সে বাড়ি ছেড়ে মাওবাদীদের সঙ্গে যোগ দেন। ১৪ বছর পর এবারের রাখিবন্ধনে বাড়ি আসেন তিনি। উদ্দেশ্য ছিল, বোন লিঙ্গায়ের সঙ্গে দেখা করা। ছত্তিসগঢ়ে যেভাবে মাওবাদী দমন শুরু হয়েছে, তাতে দাদার জীবন সংশয় হতে পারে বলে শঙ্কিত ছিলেন বোন। রাখিবন্ধনের দিন দাদার কাছে লিঙ্গায়ে আর্জি জানান, তিনি যেন আর জঙ্গলে ফিরে না যান। পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বোনের সেই আর্তি ফেরাতে পারেননি এই মাওবাদী নেতা।ধরা দেন তিনি। মাল্লা বলেন, ‘‘ ২০১৬ সাল থেকে বৈরমগড় এরিয়া কমিটির প্ল্যাটুন ডেপুটি কমান্ডার ছিলাম।’’
দান্তেওয়ারার পুলিশ সুপার অভিষেক পল্লব সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, লোন ভারতু প্রকল্পে এই মাওবাদী নেতা আত্মসমর্পণ করলেন। তিনি বলেন, গত ১০ বছরে এই অঞ্চলে যতগুলি বড় ধরনের মাওবাদী নাশকতা ঘটেছে, সবগুলির সঙ্গে মাল্লার যুক্ত ছিলেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য লোন ভারতু প্রকল্প চালু করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার বলেন, ‘‘আমরা মাল্লাকে গ্রেফতার করেছি। এর বেশি এখনই কিছু বলার নেই।’’
রাখিবন্ধনে বোনের ডাকে সাড়া, দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ মাওবাদী নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2020 01:08 PM (IST)
ছত্তিসগঢ়ে যেভাবে মাওবাদী দমন শুরু হয়েছে, তাতে দাদার জীবন সংশয় হতে পারে বলে শঙ্কিত ছিলেন বোন। রাখিবন্ধনের দিন দাদার কাছে লিঙ্গায়ে আর্জি জানান, তিনি যেন আর জঙ্গলে ফিরে না যান। পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -