নয়া দিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-খাঁড়ার আবহেই এক মঞ্চে ভারত-চিন-রাশিয়া। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে ৭ বছর পর গতকাল চিনে পা রেখেছেন নরেন্দ্র মোদি। এই সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।  

Continues below advertisement

চিনের পাঠানো অরাস গাড়িতে প্রধানমন্ত্রী মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একসঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য যান। দুই নেতা তাদের দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিয়ানজিনের একটি পাঁচ তারকা হোটেল রিটজ-কার্লটনে যান।

সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশালে তিনি লিখেছেন, 'এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান শেষে, রাষ্ট্রপতি পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকস্থলে গিয়েছিলাম। তার সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই খুব আনন্দের।'

Continues below advertisement

রাশিয়া থেকে তেল কেনায় আমেরিকা ভারতীয় পণ্যের রফতানির ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর ভারত-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলছে। বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। এর মধ্যেই ভারত-চিন-রাশিয়ার এক মঞ্চে আসা। ১০ সদস্যের SCO সম্মেলনকে তাই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।                                         

এসসিও সম্মেলনের মধ্যেই দেখা হল দুই রাষ্ট্রপ্রধানের। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি। অতীতেও পুতিনের সঙ্গে আলিঙ্গন কূটনীতি সেরেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় পণ্যের জন্য সেদেশের বাজার খুলে দেওয়া হবে। আমেরিকা ভারতীয় পণ্য না কিনলে রাশিয়া কিনবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।                                      

এদিকে, পুতিন তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ফোরামে বলেছেন, 'এই ক্ষেত্রে, ইউক্রেনীয় সংকট সমাধানের লক্ষ্যে চিন ও ভারতের প্রচেষ্টা এবং প্রস্তাবগুলির আমরা অত্যন্ত প্রশংসা করি'। ভারতের শান্তি প্রচেষ্টার কথাও পুতিনের কথায় উঠে আসে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনার কথাও বলেন।   

চিনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনে ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি এবং শি জিনপিং। এসসিও সম্মেলনে বক্তব্য রাখার আগে, হালকা মেজাজে দেখা গেল তিন রাষ্ট্রপ্রধানকে।  একান্তে আলোচনা করতে দেখা গেল বেশ কিছুক্ষণ।