এলাহাবাদ: ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ পাল্টা তোলা চেয়ে হুমকির অভিযোগে যে মামলা করেছেন, তাতে গ্রেফতারির ওপর অভিযুক্ত কলেজছাত্রীর স্থগিতাদেশের আবেদন মঞ্জুর করতে সম্মত হল না এলাহাবাদ হাইকোর্ট। ওই কলেজছাত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। আবার চিন্ময়ানন্দেরও দাবি, তাঁকে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মঞ্জু রানি চৌহানকে নিয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের এক বেঞ্চ ওই কলেজছাত্রীর পিটিশনের শুনানির সময় তাঁর গ্রেফতারির ওপর স্থগিতাদেশের আর্জি নাকচ করে বলে, নির্যাতিতা এ ব্যাপারে সুরাহা চাইলে উপযুক্ত বেঞ্চের কাছে নতুন করে পিটিশন দাখিল করতে পারেন। এই বেঞ্চকে কেবলমাত্র তদন্তে নজরদারি চালাতে এই মামলার ক্ষেত্রে মনোনীত করা হয়েছে। গ্রেফতারি স্থগিত রাখার ওপর কোনও নির্দেশ বা রায় দেওয়ার এক্তিয়ার তার নেই।
চিন্ময়ানন্দকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।
মামলার তদন্তকারী সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্ত দল বা সিট চিন্ময়ানন্দের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে, একই মামলায় অজ্ঞাতপরিচয় মহিলাকে সন্দেহভাজন হিসাবে উল্লেখ করার পরই আইনের ছাত্রীটি গ্রেফতারির ওপর স্থগিতাদেশের আবেদন করেন।
অভিযোগকারিনী আইন পড়ুয়ার দাবি, শাসক দলের ওই রাজনীতির বিরুদ্ধে মামলা দুর্বল করার চেষ্টা করছে পুলিশ। তবে আদালত এই মামলায় সিটের অগ্রগতির রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে, পাশাপাশি ২২ অক্টোবর পরবর্তী শুনানির দিন স্থির করেছে।
চিন্ময়ানন্দ ধর্ষণ মামলা: তোলা চেয়ে হুমকির মামলায় আইন পড়ুয়া ছাত্রীর গ্রেফতারির ওপর স্থগিতাদেশের আর্জি মঞ্জুর করল না এলাহাবাদ হাইকোর্ট
Web Desk, ABP Ananda
Updated at:
23 Sep 2019 07:07 PM (IST)
সোমবার বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মঞ্জু রানি চৌহানকে নিয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের এক বেঞ্চ ওই কলেজছাত্রীর পিটিশনের শুনানির সময় তাঁর গ্রেফতারির ওপর স্থগিতাদেশের আর্জি নাকচ করে বলে, নির্যাতিতা এ ব্যাপারে সুরাহা চাইলে উপযুক্ত বেঞ্চের কাছে নতুন করে পিটিশন দাখিল করতে পারেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -