নয়া দিল্লি: একাধিক রুটে বেড়েছে বিমানভাড়া (Flight Fare)। সেই ভাড়া লাগামহীন। এই পরিস্থিতিতে এবার উড়ান সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Civil Aviation Ministry)।                                     

  


এয়ারলাইনস উপদেষ্টা গোষ্ঠীর এক ঘন্টাব্যাপী বৈঠকের সময়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নির্দিষ্ট রুটে বিমান ভাড়া বৃদ্ধির বিষয়ে তার উদ্বেগ শেয়ার করেছেন। এয়ারলাইন্সগুলিকে সেই রুটে বিমান ভাড়া পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে। যেগুলিতে টিকিটের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যেগুলি আগে গো ফার্স্ট এয়ার চলত, সেখানে বিমানভাড়া বেড়েছে অনেকটাই৷


প্রসঙ্গত, রবিবার নয়াদিল্লি-ভুবনেশ্বর উড়ানের সর্বনিম্ন ভাড়া ৪ হাজার টাকা, সর্বোচ্চ ৪০ হাজার টাকা। কিন্তু বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জেরে একই রুটে আজ, সোমবারের সর্বনিম্ন ভাড়া প্রায় ৯ হাজার টাকা ছুঁইছুঁই, সর্বোচ্চ ৪৭ হাজারের কোঠায়। শনিবার যা ৪১ হাজার এবং রবিবার ৫৭ হাজার টাকা পার করে গিয়েছিল।


মন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোনও বিপর্যয়ের সময়, এয়ারলাইন্সগুলিকে "মানবিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে" বিমান টিকিটের মূল্যের উপর কঠোর চেক রাখতে হবে এবং সেই অঞ্চলে/ থেকে টিকিটের দামের যে কোনও বৃদ্ধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে হবে"। ওড়িশার ট্র্যাজেডির ক্ষেত্রে, বিমান সংস্থাগুলিকে মৃতদের পরিবারকে বিনামূল্যে ক্যারেজ (কার্গো) পরিষেবা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে নজর রাখা হয়েছে যাতে ওড়িশার কোনও বিমানবন্দর থেকে বিমান ধরার ক্ষেত্রে যাত্রীদের বেশি ভাড়া না দিতে হয়। যাত্রীদের থেকে যাতে কোনওরকম বেশি বিমান ভাড়া না নেওয়া হয়, তাও সাফ জানিয়ে দেওয়া হয়। 


অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিমান সংস্থাগুলিকে জানানো হয়েছে, ভুবনেশ্বর যাতায়াতের বিমান ভাড়া যেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা না হয়। রেল দুর্ঘটনার জেরে আটকে পড়া যাত্রীদের সুবিধার জন্যই এই বিশেষ বার্তা দিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।


যদিও ১৬ মার্চ একটি বক্তৃতায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রূ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লোকসভায় জানিয়েছিলেন যে বিমানভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না।