নয়াদিল্লি: এইমসে শুরু হল শিশু থেকে কিশোরদের উপর কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। গতকাল , বুধবার পাটনার এইমসে এই ট্রায়াল শুরু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। উল্লেখ্য, গত মাসেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া দ্বিতীয় এবং তৃতীয় দফায় ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র দেয়।
নীতি আয়োগের পক্ষ থেকে ভি কে পাল আগেই জানিয়েছেন, দ্বিতীয় এবং তৃতীয় দফায় ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর পরীক্ষামূলক প্রয়োগের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ছাড়পত্র দিয়েছে। পাটনার এইমসের সুপারইনটেনডেন্ট ডা. সিএম সিংহ বলেন, ৭০ থেকে ৮০ জন কিশোরকে পরীক্ষামূলক প্রয়োগের জন্য বেছে নেওয়া হয়েছে। ১৩ বছর বয়সি পাটনার বাসিন্দা এক পড়ুয়া দিয়ে শুরু হবে এই পরীক্ষামূলক প্রয়োগ। পরীক্ষামূলক প্রয়োগে অংশ নেওয়ার জন্য প্রত্যেক স্বেচ্ছাসেবকের আরটিপিসিার পরীক্ষা করা হবে। নেগেটিভ হলে তবেই তারা অংশ নিতে পারবে। আগে করোনা আক্রান্ত হলেও এই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়স বিভাগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক। মে মাসে বৈঠকের পর সব রকম নিয়ম মেনে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানান বিশেষজ্ঞরা। এর আগে ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয় সংস্থাকে। উল্লেখ্য, আইসিএমআর-এর সহযোগিতায় ভারত বায়োটেকে তৈরি করছে কোভ্যাকসিন।
উল্লেখ্য, চলতি বছর ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। প্রাথমিকভাবে ভ্যাকসিন দেওয়া হয় স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের। এরপর ১ মার্চ থেকে ৬০ ঊর্ধ্ব এবং ৪৫ ঊর্ধ্ব যাঁদের কো-মর্বিডিটি আছে তাঁদের টিকাকরণ হয়। ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয় ১ এপ্রিল। তৃতীয় দফায় টিকাকরণ শুরু হয় ১ মে। ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের টিকাকরণের কথা ঘোষণা করে কেন্দ্র। প্রথম থেকেই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে কোভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।