কোয়েম্বাটুর: সঙ্গে ছিল ভুয়ো পাসপাের্ট। কিন্তু কীভাবে তাঁর নাগাল পাওয়া যাবে? অভিনব পন্থ নিলেন অভিবাসন আধিকারিকরা। জাতীয় সঙ্গীত গাইতে বলা হল। কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ হলেন সেই ব্যক্তি। অথচ প্রথম থেকে ভারতীয় হিসেবে নিজের পরিচয় দিয়ে যাচ্ছিলেন সেই বিমান ফেরত ব্যক্তি। তাহলে জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না কেন? সেই প্রশ্নের কোনও উত্তর ছিল না ওই ব্যক্তির কাছে। ব্যাস, তাতেই সন্দেহ হয় বিমানবন্দরের কর্মকর্তাদের। ঠিক সেই মুহূর্তেই সেই ব্যক্তিকে আটক করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে কোয়েম্বাটুরে বিমানবন্দরে। 


সূত্রের খবর, শারজা থেকে ভারতে ফিরছিলেন এক যুবক। ধৃতের নাম আনোয়ার হোসেন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে বাস করছিলেন তিনি। শারজা থেকে বিমানে কোয়েম্বাটুর বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে দেখে অভিবাসন দফতরের আধিকারিকদের রীতিমত সন্দেহ হয়, তাঁরা ওই যুবকের কাছে তাঁর যাবতীয় নথি দেখতে চান।


ভুয়ো ভারতীয় ধরার জন্য অভিনব পন্থা গ্রহণ করলেন অভিবাসন আধিকারিকরা। প্রসঙ্গত জানা গিয়েছে, সম্প্রতি শারজা থেকে ভারতে ফিরছিলেন এক যুবক। জানা গিয়েছে, সেই যুবকের নাম আনোয়ার হোসেন। এই যুবক দীর্ঘদিন ধরেই জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতে বাস করছিলেন বলে জানা গিয়েছে। শারজা থেকে বিমানে তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে দেখে অভিবাসন দপ্তরের আধিকারিকদের রীতিমত সন্দেহ হয়, তাঁরা ওই যুবকের কাছে তাঁর যাবতীয় নথি দেখতে চান। পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেটে তেমন কিছু তখন আধিকারিকরা বুঝতে পারেননি। ঠিক তখনই আনোয়ারকে জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়। আর সেখানেই ব্যর্থ হন বাংলাদেশি ওই যুবক।


BharOS: ভিডিয়ো কলেই চলে দেশি প্রযুক্তির পরীক্ষা
কদিনে আগেই প্রকাশ্য়ে আসে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অপারেটিং সিস্টেম। এরপর ছিল কেবল পরীক্ষার পালা। আজ কেন্দ্রীয় তথ্য়প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সামনেই ভিডিয়ো কলে চলে BharOS-এর প্রযুক্তি পরীক্ষা। যাতে সফল হয় অ্যান্ড্রয়েড ও আইওএস-এর এই প্রতিযোগী। 


Tech News: পরীক্ষা শেষে কী বলেন মন্ত্রী ?
এদিন মাদ্রাজ আইআইটি-র (IIT Madras)তৈরি এই অপারেটিং সিস্টেম নিয়ে কেন্দ্রীয় তথ্য় প্রযুক্তি মন্ত্রী বলেন,''এবার এই অ্যাপ ইকোসিস্টেম ও আত্মনির্ভর চিপসেট তৈরির দিকে এগোতে হবে।'' পাশাপাশি BharOS-এর নামে 'এ' যোগ করতে বলেন তিনি। যাতে এই অ্যাপের নাম 'ভরসা' হয়ে যায়। মূলত, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই 'আত্মনির্ভর ভারত' পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। তাই এখন প্রযুক্তির পাশাপাশি প্রতিরক্ষার খাতেও দেশি উদ্য়োগে ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। আইআইটি মাদ্রাজের এই নয়া উদ্যোগও সেই পরিকল্পনার অঙ্গ।