নয়াদিল্লি: সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে এবার বড় দাবি করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তাঁর দাবি, লাদাখে ঢুকে দিল্লির সমান জায়গা দখল করে নিয়েছে চিনা বাহিনী। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নিরুত্তাপ কেন, প্রশঅন তুলেছেন তিনি। রাহুলের এই দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। (Rahul Gandhi)


এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন রাহুল। ওয়াশিংটন ডিসি-তে ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তৃতা চলাকালীন এই দাবি করেন তিনি। সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাহুলকে বলতে শোনা যায়, "প্রতিবেশী দেশ যদি তাদের ৪০০০ বর্গ কিলোমিটার জায়গা দখল করে রাখে, তাহলে আমেরিকার কেমন লাগবে?  ভাল কাজ হচ্ছে বলে কি পার পেয়ে যেতে পারবেন কোনও প্রেসিডেন্ট?  তাই আমার মনে হয় না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনকে সঠিক ভাবে সামলাচ্ছেন বলে। আমাদের ভূখণ্ডে ঢুকে চিনের বসে থাকার কোনও কারণ থাকতে পারে না।" (Rahul Gandhi China Remarks)


রাহুল আরও বলেন, "আমাদের ভূখণ্ডে ঢুকে চিনের ৪০০০ বর্গ কিলোমিটার জমি দখল করে রাখাকে যদি ভাল কাজ বলেন, চিন যদি দিল্লির সমান এলাকা দখল করে থাকে, আমার মনে হয় সেটা ভয়ঙ্কর বিপর্যয়।" চিনা আগ্রাসন নিয়ে কেন উত্তর দেবে না সরকার, কেন নীরবতা পালন করা হবে, প্রশ্ন তোলেন রাহুল। 


এর আগেও, লাদাখে চিনের বিরুদ্ধে ভারতের জমি দখল করে রাখার অভিযোগ তোলেন বিরোধীরা। ইন্দো-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে মোদি মিথ্যে বলছেন বলেও দাবি করেন রাহুল। ভারতের বেশ খানিকটা জমি চিন দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন।  ভারতের জমি দখল হয়নি বলে যদিও দাবি করে কেন্দ্র। কিন্তু স্যাটেলাইটের তোলা ছবি দেখে একেধাক প্রশ্ন উঠেছে, যার সদুত্তর মেলেনি সরকারের কাছ থেকে।


রাহুলের এই মন্তব্যে তীব্র আপত্তি জানাতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, রাহুল আন্তর্জাতিক মহলে চিনের প্রচার করছেন। এর পাশাপাশি, শিখদের নিয়ে রাহুলের মন্তব্যেও বিতর্ক দানা বেঁধেছে। মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে রাহুল বলেন, "ভারতে শিখরা মাথায় পাগড়ি বাঁধতে পারবেন কি না, হাতে বালা পরতে পারবেন কি না, গুরুদ্বারে যেতে পারবেন কি না, সেই নিয়েই লড়াই। শধু শিখরাই নন, অন্য ধর্মের মানুষের স্বাধীনতার দাবিতেও লড়াই।" এর পাল্টা রাহুলকে ইন্দিরা গাঁধী হত্যার পর শিখ দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিয়েছে বিজেপি। এ নিয়ে আজ দিল্লিতে সনিয়ার বাসভবনের বাইরে বিক্ষোভও দেখানো হয়।