ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশের কোনও কারণ নেই বলে আগের রায়ে যে অভিমত জানিয়েছিল শীর্ষ আদালত, তা পুনরায় খতিয়ে দেখার দাবিতে একগুচ্ছ রিভিউ পিটিশন পেশ হয়। সেগুলির একটি পেশ করেছিলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সেই পিটিশনগুলির ওপর রায়দান গত ১০ মে স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। আজ বেঞ্চ পিটিশনারদের এই বক্তব্যও খারিজ করেছে যে, ৫৯০০০ কোটি টাকার রাফাল ডিলের ব্যাপারে এফআইআর নথিভুক্ত করার প্রয়োজন আছে। বেঞ্চ বলেছে, আমরা দেখেছি, রিভিউ পিটিশনগুলির কোনও সারবত্তা নেই। বিচারপতি এস কে কউল, বিচারপতি কে এম জোসেফও এই বেঞ্চে আছেন। এই প্রেক্ষাপটে বিজেপি মুখপাত্র আরও বলেন, এই রায় কংগ্রেসকেও শিক্ষা দিল যারা ছেলেমানুষি কথাবার্তা বলেছে। প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তিতে কালি লাগানোয় ওদের ক্ষমা চাওয়া উচিত। এই মামলা সংক্রান্ত আরেক রায়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে আদালত অবমাননা আইনি পদক্ষেপের প্রক্রিয়া বন্ধ করেছে বেঞ্চ, তবে তাঁকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছে। সত্যের জয় হল, এবার ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে, রাফাল ডিলের তদন্ত চেয়ে একগুচ্ছ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হওয়ায় বলল বিজেপি
Web Desk, ABP Ananda | 14 Nov 2019 01:55 PM (IST)
ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশের কোনও কারণ নেই বলে আগের রায়ে যে অভিমত জানিয়েছিল শীর্ষ আদালত, তা পুনরায় খতিয়ে দেখার দাবিতে একগুচ্ছ রিভিউ পিটিশন পেশ হয়। সেগুলির একটি পেশ করেছিলেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণ। সেই পিটিশনগুলির ওপর রায়দান গত ১০ মে স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টে ক্লিনচিট পাওয়ার পর কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার শীর্ষ আদালত ফরাসি কোম্পানি দাসোর সঙ্গে রাফাল যুদ্ধবিমান চুক্তির আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বলেছে, রাফাল ডিল মামলায় এফআইআর দায়ের বা তদন্তের নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না। এর প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, আমরা রায় স্বাগত জানাচ্ছি। এতে আমরাই শুধু বিচার পেলাম না, গোটা দেশই পেল। প্রধানমন্ত্রীর নামে বিরোধীরা ভিত্তিহীন অভিযাগ তোলায় দেশ আঘাত পেয়েছিল। সত্যের জয় হল।