কাঠমান্ডু: নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর উপদেষ্টা ও চিকিৎসকেরও করোনা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ৭৬ জন জওয়ানের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে।

নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রধানমন্ত্রীর বাসভবনে ছেয়ে গিয়েছে করোনা জীবাণু। বাসভবন পুরোপুরি খালি করে তা স্যানিটাইজ করা চলছে। শুধু ওলি নন, তাঁর নিজস্ব চিকিৎসক দিব্যা শাহও করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর কাছাকাছি আসা সব লোকজনেরও করোনা পরীক্ষা হয়েছে।

আরও খবর এসেছে, ওলির নিরাপত্তায় বহাল থাকা নেপালি সেনার ২৮ জন কমান্ডো, নেপাল পুলিশের ১৯ জন আধিকারিক, সশস্ত্র প্রহরী বলের ২৭ জন ও গোয়েন্দা বিভাগের ২ জন আধিকারিকের শরীরেও করোনা ধরা পড়েছে। এরপরই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের গোটা বাহিনীই বদলে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্পদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর স্ত্রী মেলানিয়াও করোনায় ভুগছেন। গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫১ লাখ টপকে গিয়েছে।