পশ্চিম বর্ধমান: নোভেল করোনা ভাইরাসের প্রতিষেধক এখনও অধরা। কিন্তু, করোনার প্রতিষেধক দাবি করে আসানসোলের হীরাপুরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হল প্রায় দেড় হাজার মানুষকে। খবর পেয়ে ওই শিবির বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই চলছিল শিবির। আয়োজক ছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজকদের দাবি, মানুষের মন থেকে করোনার আতঙ্ক সরাতে এই উদ্যোগ। জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন করোনার কোনও প্রতিষেধক এখনও বের হয়নি। লিখিত অভিযোগ পেলে আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ভারতে করোনা-সতর্কতা জারি হয়েছে। । বর্তমানে দেশে নোভেল করোনায় আক্রান্তের সংখ্যা ৮১।
করোনা-প্রতিষেধক হোমিওপ্যাথি ওষুধ! আসানসোলে অবৈধ শিবির বন্ধ করল পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 07:22 PM (IST)
আয়োজকদের দাবি, মানুষের মন থেকে করোনার আতঙ্ক সরাতে এই উদ্যোগ
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -