নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) ফের বাড়ল দৈনিক সংক্রমণ (Daily Case) ও মৃত্যু। দেশে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি পার। বাড়ল সংক্রমণ-হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। 


গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬১৪।  দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৫ হাজার ১১৬।  
এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৯১ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হল ১৬ দশমিক ১৬ শতাংশ।      


রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় (State Corona Update) আক্রান্ত ও মৃতের সংখ্যা রইল প্রায় একই জায়গায়। শেষ ২৪ ঘণ্টায় বঙ্গে নতুন করে আক্রান্ত ৪ হাজার ৪৯৪ জন। গতকালের থেকে সেই সংখ্যা খানিকটা কম। সোমবার  ছিল ৪ হাজার ৫৪৬ ছিল। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু (Corona Death) হয়েছে ৩৬ জনের। সোমবার এই সংখ্যাটি ছিল ৩৭। এই নিয়ে টানা ১১ দিন ৩০-এর ওপরেই রইল করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিকে দেশে ১৬৩ কোটি পেরিয়ে গিয়েছে ভ্যাকসিনেশনের সংখ্যা। 







স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ১৮ হাজার ৮২৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৩৭৫ জন। এখন রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৫৩৫ জন যা আগের দিনের তুলনায় ১৫ হাজার ৬৪৮ কম। সোমবারের থেকে মঙ্গলবার করোনা পরীক্ষার পরিমাণ বেড়েছে। ছুটির দিনে পরীক্ষা কম হলেও অন্যান্য দিনগুলিতে ঠিকঠাকই পরীক্ষা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। তবে মৃতের সংখ্যা না কমায় বাড়ছে উদ্যোগ।






আরও পড়ুন: Petrol Diesel Price Today:এক নজরে কলকাতা সহ দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের আজকের দাম