নয়া দিল্লি: করোনা নিয়ে অনেকটাই স্বস্তি দেশে। মঙ্গলবারও ফের অনেকটাই কমল সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ১০ হাজারের নীচে। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের ২০০-র কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১৩।                                             


এদিকে, দেশে একদিনে মৃত্যু হয়েছে ১৮০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৯। মঙ্গলবার অনেকটাই বেড়েছে মৃত্যু হার। যা নিয়ে কিছুটা উদ্বেগ বেড়েছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ২৩ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৬,৮৬৪ জন। দেশে এখন সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। অনেকটা কমেছে পজিটিভিটি রেটও। এই মুহূর্তে তা ০.২২ শতাংশ।                                           







সংক্রমণের পাশাপাশি স্বস্তি নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাতেও। প্রায় ১০ হাজার ১২৯ জন কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। বেড়েছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ২২ হাজারের বেশি মানুষের টিকাকরণ সম্পূর্ণ। এ নিয়ে মোট ১৭৭ কোটি ৭০ লক্ষের বেশি মানুষ টিকা পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।