Coronavirus In India Live: গত ২৪ ঘন্টায় বাংলায় কমেছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা

Coronavirus news updates Live : আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই

ABP Ananda Last Updated: 30 Dec 2022 10:12 PM
Coronavirus Live Updates: দেশে এখন অ্যাক্টিভ কোভিড কেস ৩৬০৯ জন

শেষ বুলেটিন অনুযায়ী ভারতে নতুন করে কোভিড আক্রান্ত ২৪৩ জন। এখন অ্যাক্টিভ কেস ৩৬০৯ জন

Covid 19 News Live: গত ২৪ ঘন্টায় কমেছে কোভিড আক্রান্তের সংখ্যা

৩০ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায়,  কোভিড কমে পজিটিভ ৫ জন । তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৮ জন। উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ১১ জন

Coronavirus Live Updates: চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।

অন্য পথে হাঁটল জার্মানি। চিন থেকে এলেই রুটিন পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না জার্মানি।

Covid 19 News Live: কোভিড নিয়ে বৈঠক INSACOG-এর

INSACOG জিনোম সিকোয়েন্স নিয়ে বৈঠক করেছে এদিন, ভারতে কতরকম কোভিড ভ্যারিয়েন্ট রয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।

Coronavirus Live Updates: চিন থেকে এলেই কোভিড পরীক্ষা, বাধ্যতামূলক কোন কোন দেশের?

আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান-এই কটি দেশ চিনের থেকে কোনও যাত্রী আসার ক্ষেত্রে কোভিড সতর্কতা জারি করেছে। ওই দেশ থেকে যাঁরাই আসবেন তাঁদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

Covid 19 News Live: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই

দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৬৮। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৮৯১।

Coronavirus Live Updates: কোভিড-বিধি তুলে নিল ইন্দোনেশিয়া

চিনে কোভিড সংক্রমণে উদ্বেগ বাড়ছে। নানা দেশ আগেভাগে সতর্কতা নিচ্ছে। তখনই ইন্দোনেশিয়ায় উল্টো ছবি। কোভিড-বিধি তুলে নিল ইন্দোনেশিয়া।

Covid 19 News Live: চিন থেকে গেলে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে, সিদ্ধান্ত স্পেন

চিনের কোভিড পরিস্থিতিতে সতর্ক স্পেনও। চিন থেকে গেলে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। নয়তো সম্পূর্ণ টিকাকরণ হয়ে থাকতে হবে। জানিয়েছে স্পেন প্রশাসন।

Coronavirus Live Updates: চিন নিয়ে আরও তথ্য প্রয়োজন, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল

চিনের কোভিড পরিস্থিতি নিয়ে আরও তথ্য প্রয়োজন, বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল

Covid 19 News Live: চিন থেকে গেলে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার

চিন থেকে গেলে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক, সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার

Coronavirus Live Updates: চিনের করোনা পরিস্থিতি জানতে আরও তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা : টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস

চিনে কতটা মারাত্মক সংক্রমণ পরিস্থিতি ? তা জানতে আরও তথ্য প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জানালেন সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস।

Covid 19 News Live: এখনও পর্যন্ত দেশজুড়ে ২২০ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে, বলছে স্বাস্থ্যমন্ত্রক

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশজুড়ে ২২০ কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৫ কোটি ১৩ লক্ষ দ্বিতীয় ডোজ ও ২২ কোটি ৩৯ লক্ষ প্রিকশন ডোজ। 

Coronavirus Live Updates: চিনে করোনায় মোট মৃত্যু ৬.৬৫ মিলিয়নের বেশি, বলছে WHO

২০১৯-এর ডিসেম্বর চিনে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেদেশে মৃত্যুর সংখ্যা ৬.৬৫ মিলিয়নের বেশি। এমনই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Covid 19 News Live: চিন থেকে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল জাপান

চিনে বাড়ছে সংক্রমণ। এবার চিন থেকে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল জাপান।। বৃহস্পতিবার জাপানে সংক্রমণে ৪২০ জনের মৃত্যু হয়।

Coronavirus Live Updates: চিন থেকে কেউ এলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আমেরিকা, জাপানের পর এবার দক্ষিণ কোরিয়া। চিন থেকে কেউ এলে তাঁর করোনা পরীক্ষা বাধ্যতামূলক। শুক্রবার এই ঘোষণা করে দক্ষিণ কোরিয়া।

Covid 19 News Live: ভারতে নতুন করে ২৪৩ জন করোনায় আক্রান্ত

ভারতে নতুন করে ২৪৩ জন করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায়। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪.৪৬ কোটিতে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,৬০৯। এমনই জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Coronavirus Live Updates: মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত

মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮১,৩৬,৬১৫

Covid 19 News: চিনে কোভিডে গুরুতর অসুস্থের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলিতে

চিনে ভয়ানক কোভিড পরিস্থিতি। গুরুতর অসুস্থ সংক্রমিতের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলিতে। যদিও মৃত্যুর সংখ্যা কম দেখাচ্ছে চিন। এমনই বলছে ওয়াকিবহাল মহল।

Covid 19 News Live: দিনকয়েক আগে করোনার নেজাল ভ্যাকসিনের দাম নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রক

দিনকয়েক আগে করোনার নেজাল ভ্যাকসিনের দাম নির্ধারণ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। GST বাদে নেজাল ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে GST ও হাসপাতালের খরচ নিয়ে আনুমানিক হাজার টাকা দাম পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কয়েকদিন আগেই দেশের প্রথম নেজাল ভ্যাকসিনে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার। আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে নেজাল ভ্যাকসিন। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন আঠেরো ঊর্ধ্বরা। একটা ডোজ চার-চার ফোঁটা করে নাকে দিতে হবে। 

WB Covid 19 News: রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে

করোনা নিয়ে উৎকণ্ঠার মধ্যে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের দাবি, রাজ্যজুড়ে করোনার জন্য ৩ হাজার ৭১৮টি বেড প্রস্তুত রাখা হচ্ছে। 

Covid 19 News: বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন, মৃত ২২

বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন, মৃত ২২।

প্রেক্ষাপট

কলকাতা : নতুন করে করোনা (COVID 19) নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। সেই আবহে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। বুস্টার ডোজ হিসেবে তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। কিন্তু আগেই সতর্কতামূলক পদক্ষেপের আওতায় যাঁরা বুস্টার টিকা নিয়ে নিয়েছেন, তাঁদের এই নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। নেজাল ভ্যাকসিন নিয়ে ধন্দ তৈরি হওয়ায় বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান দেশে টিকাকরণের সঙ্গে যুক্ত বিশিষ্ট চিকিৎসক এনকে আরোরা।


একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনকে অরোরা বলেন, “প্রথম বুস্টার হিসেবেই নেজাল ভ্যাকসিন সুপারিশ করা হয়েছে। যাঁরা সতর্কতামূলক ভাবে দু’টি টিকার পর একটি বুস্টার বা বাড়তি টিকা নিয়ে ফেলেছেন, তাঁদের নেজাল ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই। যাঁরা এখনও পর্যন্ত কোনও বুস্টার বা বাড়তি টিকা নেননি, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন।”


গত তিন বছর ধরে কোভিডের প্রকোপ অব্যাহত গোটা বিশ্বে। সম্প্রতি ফের পড়শি দেশ চিনে নতুন করে সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। সেই আবহে ভারত বায়েটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে বুস্টার হিসেবে কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ইঞ্জেকশন নয়, ফোঁটার আকারে নাক দিয়ে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন। ১৮-র ঊর্ধ্বে বয়স এবং দু’টি টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের জন্যই এই নেজাল ভ্যাকসিন (iNCOVACC)।


এদিকে সরকারি আধিকারিক সূত্রের খবর, আগামী ৪০ দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু'বছর আগের ট্রেন্ড অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়েই করোনা সংক্রমণ হু হু করে বেড়েছিল। এবারও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল। আর সেই ট্রেন্ড ধরলে বছর শেষের রাত এবং বর্ষবরণের রাতে ভিড় হবে সর্বত্রই। যেখান থেকে মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে ওমিক্রন (Omicron) ভাইরাসের এই নয়া সাবভ্যারিয়েন্ট। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.