নয়াদিল্লি: সার্স করোনাভাইরাসের অ্যান্টিবডি নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা সেই অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন, যা কোভিড-১৯ রুখে দিতে পারে। তাঁরা বলছেন, এই কৃতিত্ব যুগান্তকারী, এর ফলে করোনার নতুন চিকিৎসা পদ্ধতি বার করা সম্ভব।
নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়, এরাসমাস মেডিক্যাল সেন্টার ও হারবার বায়োমেড সংস্থার গবেষকরা কোভিড-১৯-কে নিষ্ক্রিয় করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। তাঁরা দেখেছেন, যে অ্য়ান্টিবডি সার্স জীবাণুকে ঠেকাচ্ছে, তা নোভেল করোনাভাইরাসকেও রুখে দিতে সক্ষম। আজই তাঁদের এ ব্যাপারে গবেষণাপত্র নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁরা বলেছেন, মানব শরীরে উপস্থিত অ্যান্টিবডি পরীক্ষা করে তাঁরা বিশেষ এমন একটি বস্তুর সন্ধান পেয়েছেন, যা সার্স ও কোভিড-১৯ জীবাণু দুটিতেই রয়েছে।
এই আবিষ্কার মানব শরীরে করোনা সংক্রমণ রুখতে সফল চিকিৎসা প্রক্রিয়া উদ্ভাবনের প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে। গবেষণাপত্রের সহ লেখক বার্নার্ড-জ্যান বশ বলেছেন, এই অ্যান্টিবডি করোনা সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তির সংক্রমণ হওয়া আটকে দেবে। গবেষণাপত্রের আর এক লেখক ফ্রাঙ্ক গ্রসভেল্ডের আশা, এই অ্যান্টিবডির চরিত্রের ওপর আরও গবেষণার ফলে কোভিড-১৯-এর সঠিক চিকিৎসা শুরু হবে।
আপ্লুত বৈজ্ঞানিকরা, পাওয়া গেল সেই অ্যান্টিবডি, যা করোনা সংক্রমণ রুখতে পারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2020 06:40 PM (IST)
এই আবিষ্কার মানব শরীরে করোনা সংক্রমণ রুখতে সফল চিকিৎসা প্রক্রিয়া উদ্ভাবনের প্রাথমিক ধাপ বলে মনে করা হচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -