নয়াদিল্লি: ব্ল্যাক ফাঙ্গাসের পর নয়া আতঙ্ক হোয়াইট ফাঙ্গাস। বৃহস্পতিবার খবর পাওয়া গিয়েছে, বিহারে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি। জানা গিয়েছে, পটনার এক বিখ্যাত চিকিৎসকও হোয়াইট ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিককালে ভয়াবহ আকার নিচ্ছে হোয়াইট ফাঙ্গাস। এটি ফুসফুসের পাশাপাশি শরীরের অন্যান্য অংশগুলি যেমন নখ, ত্বক, পেট, কিডনি, মস্তিষ্ক, মুখ এমনিকী যৌনাঙ্গেও প্রভাব ফেলকে পারে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, কোভিড-১৯ এর মতোই ফুসফুসের ওপর প্রভাব ফেলে এই ছত্রাক। এইচআরসিটি পরীক্ষায় ধরা পড়ে এই সংক্রমণ।
পাশাপাশি এখনও পর্যন্ত করা গবেষণায় জানা গিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। যদিও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনও স্পষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি। কিন্তু দ্রুত শরীরের একাধিক অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে প্রাথমিকভাবে বিজ্ঞানীদের অনুমান, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।
করোনার পর উদ্বেগ বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনার মতো ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হোক। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই সংক্রমণের বিষয়ে সব রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, মহামারী আইনের অধীনে এবার থেকে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের বিষয়ে সমস্ত তথ্য দিতে হবে রাজ্যগুলিকে।
সংক্রমণের সংখ্যা, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রককে তথ্য পাঠাতে হবে। পাশাপাশি, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ চিহ্নিত হলেই করতে রিপোর্ট করতে হবে কেন্দ্রকে। ঠিক যেমনটা করা হচ্ছে করোনাভাইরাসের ক্ষেত্রে। এ ক্ষেত্রে প্রতিদিনই রাজ্যের কাছে করোনা রোগীদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়।
গতকালই রাজস্থান ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। প্রশাসন সূত্রে খবর, জানানো হয়েছে জয়পুরের এই বিখ্যাত হাসপাতালে চলছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসা। ইতিমধ্যেই সাওয়াই ম্যান সিং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০০ জন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত রোগী ভর্তি হয়েছেন। ওয়ার্ডে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যসচিব অখিল আরোরা একটি নোটিশ জারি করে রাজ্যস্থান মহামারি আইন ২০২০-র অধীনে একে মহামারী বলে ঘোষণা করেছেন।
আজ ওই একই পথে হেঁটে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। বুধবার রাজ্য সরকার জানিয়েছে, ১৮৯৭ সালের মহামারী আইন অনুযায়ী, মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হল। উল্লেখ্য, মঙ্গলবারই স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হয়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ৮০ জন চিকিৎসাধীন। রাজ্যে গাঁধী হাসপাতালে এই রোগের চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।