কলকাতা : ফের নতুন করে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে কোভিড। করোনার থাবা রেলের হাসপাতালে। পূর্ব রেলের (Eastern Railway) হাসপাতালের (Hospital) ২১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত। বিআর সিংহ হাসপাতালের প্যারা মেডিক্যাল কর্মী সংক্রমিত। পূর্ব রেলের ১২০ জন কর্মী এখনও পর্যন্ত করোনা পজিটিভ, এমনই খবর সূত্রের। যদিও এখনও পর্যন্ত পরিষেবা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি নেই বলে দাবি রেলের।
চিকিত্সকদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। এই পরিস্থিতিতে কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় জরুরি বৈঠকে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা নিয়ে রূপরেখা তৈরির পাশাপাশি, হস্টেল বন্ধ ও এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনা।
আরও পড়ুন ; চিকিৎসকদের মধ্যে সংক্রমণের ঢেউ ! সঙ্কটে জরুরি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যালে জুনিয়র চিকিত্সক ও চিকিত্সক মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা প্রায় ৩৬। কলকাতা মেডিক্যালে ৭ এবং এনআরএসে (NRS) ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। প্রতিদিন করতে হবে ৮০ হাজার পরীক্ষা, নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দফতর।
এদিকে এই করোনা পরিস্থিতিতে আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধে ৭টায় শেষ ট্রেন ছাড়বে। ৭টার পর আরও কোনও লোকাল ছাড়বে না। পাশাপাশি, রেলের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়সূচি মেনেই ট্রেন চালানো হবে। তবে সন্ধে ৭টার পর স্টাফ স্পেশাল ছাড়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।