নয়া দিল্লি : চোখ রাঙাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। আফ্রিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। এই অবস্থায় আফ্রিকার পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। প্রয়োজনে ভারতে তৈরি ভ্যাকসিন, প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ, টেস্ট কিট, গ্লাভস, পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করতে প্রস্তুত ভারত।


বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আবির্ভাব পরিলক্ষিত হয়েছে। এই পরিস্থিতিতে আফ্রিকার মতো যেসব দেশ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত, ভারত তাদের পাশে রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে আফ্রিকার বিভিন্ন দেশকে সাহায্য করতে প্রস্তুত ভারত। প্রয়োজনে COVAX কর্মসূচি বা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে মেড ইন ভ্যাকসিন জোগান দেওয়া হবে।


প্রসঙ্গত, এপর্যন্ত COVAX-র মাধ্যমে যত কোভিশিল্ড ভ্যাকসিনের অর্ডার ছিল, তা সবই ছেড়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। মালাওই, ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, গিনিয়া ও লেসোথোর মতো আফ্রিকান দেশগুলিতে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।  


এদিকে দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাঞ্জেলিক কোয়েজ জানান, গত ১০ দিনে তিনি প্রায় ৩০ জন রোগীকে দেখেছেন যাঁরা করোনায় আক্রান্ত। কিন্তু, তাঁদের উপসর্গগুলো একটু অচেনা ছিল। চূড়ান্ত ক্লান্তি দেখা যাচ্ছে আক্রান্তদের মধ্যে। যা অল্পবয়সি রোগীদের ক্ষেত্রে স্বাভাবিক নয়। অধিকাংশ রোগীরই বয়স ৪০ বছরের কম এবং পুরুষ। এর মধ্যে ৫০ শতাংশের কমজনের টিকাকরণ হয়েছে।


ওমিক্রন যে উপসর্গগুলো দেখা যাচ্ছে-


অ্যাঞ্জেলিক কোয়েজ BBC Sunday-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা যাচ্ছে তা একেবারে মৃদু। ৩৩ বছরের এক পুরুষ রোগীকে দিয়ে এটা শুরু হয়েছে। ওই রোগী তাঁকে জানান, গত কয়েকদিন ধরে তিনি চূড়ান্ত ক্লান্ত বোধ করছিলেন। শরীরে যন্ত্রণা হচ্ছিল, তার সঙ্গে মাথায় ব্যথা। এছাড়া পেশীতেও মৃদু ব্যথা ছিল। শুকনো কাশি। আর কয়েকজনের শুধু উচ্চমাত্রায় জ্বর থেকেছে।


গত ১৮ নভেম্বর, তাঁর ৩০ জন রোগীর মধ্যে সাত জনকে এই ভ্যারিয়ন্টে আক্রান্ত হিসেবে পান। সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্য আধিকারিকদের জানান, বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সঙ্গে এই ভ্যারিয়েন্টের মিল পাওয়া যাচ্ছে না। এএফপি সূত্রে এমনই খবর। এরপরই দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ২৫ নভেম্বর নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলার কথা ঘোষণা করেন। যার জেরে দক্ষিণ আফ্রিকার ওপর ট্রাভেলে নিষেধাজ্ঞা ঘোষণা হয়।