নয়া দিল্লি : নতুন করে মাথা চাড়া দিয়ে করোনা। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7., যা এখন চিনকে কাঁপাচ্ছে, তা নিয়ে এবার চিন্তার ভাঁজ ভারতেও। এই পরিস্থিতিতে জনস্বার্থে কোভিড গাইডলাইন ইস্যু করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। 


নতুন কোভিড গাইডলাইনে কী বলা হয়েছে ?


এখনও পর্যন্ত পরিস্থিতি সেরকম কিছু নয়। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । কিন্তু, আগে থেকে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তাই, সকলকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যাতে করোনা সংক্রমণ ফের ছড়িয়ে না পড়ে। 



  • জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে

  • সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে

  • সাবান-জলে নিয়মিত হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন

  • রাজনৈতিক ও সামাজিক জমায়েত এড়িয়ে চলা ভাল

  • বিদেশ যাত্রা এড়িয়ে যান

  • জ্বর বা গলায় ব্যথা, কাশি, পেট খারাপের মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন

  • যত তাড়াতাড়ি সম্ভব প্রিকওশনারি ডোজ-সহ করোনার টিকা নিন

  • সময়ে সময়ে সরকারি উপদেশগুলি মেনে চলুন


বিশ্বের পরিস্থিত-


এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫.৩৭ লক্ষ মানুষ। চিন্তা বাড়াচ্ছে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও ব্রাজিলের মতো জায়গার করোনা পরিস্থিতি। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে চার জন নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। 


এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১ জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।


কিন্তু ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কতটা সংক্রমক ? একজন আক্রান্ত অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। করোনার এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক অর্থাৎ অত্য়ন্ত দ্রুত গতিতে ছড়াতে পারে। ভাইরাস বিশেষজ্ঞরা এও বলছেন, ইনকিউবিশন পিরিয়ডও কম বলে, এই সাব ভ্য়ারিয়েন্ট মানব শরীরে প্রবেশের পর অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে। শুধু তাই নয়, আগে কোভিড আক্রান্ত হয়েছেন যাঁরা, তাদেরও ফের সংক্রমিত করতে পারে বিএফ.৭।