নয়া দিল্লি : গতকালের তুলনায় দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫০ হাজার ৪০ জন। এনিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন। গতকাল এই সংখ্য়াটা ছিল ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। আগের দিন ১ হাজার ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে ৫৮ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে দেশে মোট সুস্থ ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ জন। সুস্থতার হার ৯৬.৮০ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে সুস্থতার হার ছিল ৯৬.৭৫ শতাংশ। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন।
এদিকে দেশজুড়ে জোর কদমে চলছে টিকাকরণ। টিকাকরণের হার নিয়ে সম্প্রতি সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি রিভিউ মিটিংয়ের পর একথা জানানো হয় তাঁর অফিস থেকে।
তবে দেশে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। শঙ্কার আবহেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে একাধিক রাজ্যে। যদিও আশার আলো দেখাচ্ছে আইসিএমআর। দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না করোনার তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে টিকাকরণ। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন আইসিএমআরের এপিডেমিওলজি বিভাগের প্রধান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. সমীরণ পণ্ডা বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে ভয়ানক এমন প্রমাণও মেলেনি।
এদিকে অগাস্ট মাসেই ভারতে আসতে চলেছে ১২ বছর ঊর্ধ্বদের জন্য ভ্যাকসিন। এমনই আশার কথাই শুনিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা. এন কে আরোরা।